স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনে থাকবে গ্লাস ডিসপ্লে

২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:২৭  
গত অক্টোবরে স্যামসাং তাদের নতুন ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোনের ধারণা তুলে ধরে। সম্প্রতি ফাঁস হওয়া আরেক ছবিতে জানা গেছে নতুন গ্যালাক্সি ফোল্ড কিছু ইউনিক ফিচার নিয়ে আসবে। খবর এনগ্যাজেট। আর গুজব যদি সত্যি হয় তাহলে ফোনটিতে ফোল্ডেবল গ্লাস ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। তথ্য ফাঁসকারী আইস ইউনিভার্স জানিয়েছে, স্যামসাং তাদের পরবর্তী ফোল্ডিং ফোনের জন্য আল্ট্রা-থিন গ্লাস কাভার তৈরি করেছে। এটা কঠিন হলেও অসম্ভব নয়। ইতিমধ্যে স্যামসাং আল্ট্রা থিন গ্লাস নামে ট্রেডমার্কও করেছে। ডিবিটেক/বিএমটি